শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরুষ শূন্য হয়ে পড়েছে নবীনগরের থানকান্দি গ্রাম, এক গ্রুপের প্রধান গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার আবু মেম্বারের গ্রুপ ও কাউছার মোল্লার গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক বাড়িঘর ভাংচুর ও অর্ধশতাধিক লোক আহত হয়। নবীনগর থানার পুলিশ গত রবিবার বাদী হয়ে ৩৫ জন নামীয় আসামীসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে দিয়ে মামলা করে। এই ঘটনায় পুলিশ  বুধবার সকালে এক গ্রুপের প্রধান কাউছার মোল্লা (৪২) কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আতংকে পুরুষ শূন্য হয়ে পড়েছে থানাকান্দি গ্রাম পাশাপাশি পুলিশের ভয়ে মহিলারাও গ্রাম ছাড়তে দেখা গেছে। গ্রামের দুই একটি দোকানপাট খোলা থাকলেও প্রায় অর্ধশতাধিক দোকানপাট বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও সংঘর্ষের ভয়ে স্কুলে যাচ্ছে না কোমলমতী শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই দফা সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৭ নারীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নবীনগর থানা পুলিশ। গত ২০ বছরে থানাকান্দি গ্রামে ৪টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে।
নবীনগর থানার ওসি আসলাম শিকদার বলেন, এক গ্রুপের প্রধান কাউছার মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরন করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আর পড়তে পারেন