শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরাতন মৌলভীপাড়ার সর্দার হলেন রোকন উদ্দিন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়া সমাজের সর্দার নির্বাচিত হয়েছেন ওই এলাকার সাবেক সর্দার,কুমিল্লা জেলা অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সাবেক সভাপতি মরহুম মীর জাহান আলী মিরু সর্দারের ছোট ছেলে কুমিল্লা মহানগর যুবলীগের নির্বাহী সদস্য রোকন উদ্দিন।

শুক্রবার পুরাতন মৌলভী পাড়া সমাজের সকলের মতামতের ভিত্তিতে মরহুম মীর জাহান আলী মিরু সর্দারের স্থলাভিষিক্ত হন তাঁর ছেলে রোকন উদ্দিন। পরে সমাজ উন্নয়ন কমিটি নতুন সর্দার রোকনকে সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাতন মৌলভীপাড়া এলাকার কৃতিসন্তান ও বাখরাবাদ গ্যাস সিষ্টেমের সাবেক জি এম,রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের সভাপতি নাসিমুল আলম নাসিম । এ সময় আরো বক্তব্য রাখেন ১৫ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও কৃতিসন্তান আবু কায়ছার হানিফ ভুলু, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, সাবেক বিজিবি সদস্য কাজী আলী আফতাব, সমাজসেবক নুরুল ইসলাম,সমাজসেবক মোঃ সেলিম মিয়া, সমাজসেবক মুনসুর আলী,সমাজসেবক মোহাম্মদ আলী কিসমত,সমাজসেবক কামাল হোসেন, সমাজসেবক বেলাল হোসেন,সমাজসেবক হানিফ মিয়া,সমাজসেবক আক্তার হোসেন,খোরশেদ মিয়া,বাচ্চু মিয়া, আবুল মিয়া,সেলিম মিয়া, হোসেন মিয়া, মোহাম্মদ আলী, আহমেদ আলী, কবির মিয়া, শহীদ মিয়া, মিজানুর রহমান পিয়াস, কাটাবিলের সমাজসেবক শাহজাহান মিয়া, হুমায়ূন মিয়া, সাদেক হোসেন খোকা, জাহাঙ্গীর হোসেন, হানিফ মিয়া,কাশারীপট্টি সমাজের আখি মিয়া,জামাল হোসেন, জাহিদুল ইসলাম জান, সোহাগ মিয়া,মোঃ কামাল হোসেন জিপ্পু, মনির হোসেন, বজ্রপুরের সমাজসেবক আবদুল্লাহ মিয়া, লিটন মিয়া, শহীদ মিয়া, মফিজ মিয়া, বাবর মিয়া,বিল্লাল হোসেন, বালুধুমের সমাজসেবক শেখ আতিকুল আলম রনি, প্রদীপ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের সমগ্র অনুষ্ঠানটিউপস্থাপনা করেন বিশিষ্ট সমাজসেবক জনাব খলিলুর রহমান পলাশ।

নাসিমুল আলম উনার সমাপনী বক্তব্যে বলেন, আজকের যে সমাজব্যবস্থা গঠিত হচ্ছে এবং রোকনকে আপনারা সমাজবাসী সকলে মিলে,ঐক্যবদ্ধ ও সন্মিলিত প্রচেষ্টায় যেই সর্দার গঠন করেছেন ইনশাআল্লাহ আপনারা আগামী দিনেও সকলে একতাবদ্ধ হয়ে মাদক, চাঁদাবাজ, ইভটিজিং,সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করার দৃঢ় প্রত্যয় ও শপথ গ্রহণ করতে হবে এবং সুন্দর সমাজ গঠন করবেন।

উল্লেখ্য যে, বিগত বছরের ৩০ শে ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মীর জাহান আলী মিরু সর্দার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আর পড়তে পারেন