শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিকআপভ্যান উদ্ধারসহ ইজিবাইক চোরাইচক্রের মূল হোতা ৪ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৭, ২০১৯
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
কুমিল্লার কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ারুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহ উদ্দীন, এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ অক্টোবর ভোররাত সোয়া ৪ টায় কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া মধ্যপাড়া এলাকায় বাদী জনৈক মোঃ বজলুর রহমান (৬০),পিতা-মৃত আলতাফ আলী, সাং-আড়াইওড়া (মধ্যপাড়া), পোঃ-দূর্গাপুর, ০২নং ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এর ইজিবাইক রাখার গ্যারেজ হইতে চোরাই যাওয়া মোট ০৮টি ইজিবাইক এর মধ্য হইতে ০১টি ইজিবাইক উদ্ধার করা হয়।

ঘটনাস্থল হইতে ০১টি চোরাই ইজিবাইকসহ চোরাই চক্রের মূল হোতা আসামী ১\ মোঃ গিয়াস উদ্দিন (৩৮),পিতা-সামসুল হক,সাং-টামটা (মন্তুু বেপারীর বাড়ি),থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে চোরাই কাজে ব্যবহৃত ০১টি পিকাপসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত আসামীর প্রদত্ত তথ্য মতে আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করিয়া চোরাই কাজে ব্যবহৃত আরেকটি পিকাপ গাড়ি এবং অপর ০৩ জন আসামী যথাক্রমে ২\ মোঃ লিটন (৩৫),পিতা-মৃত আশরাফ আলী,সাং-গান্দ্রা,থানা-মুরাদনগর, ৩\ মোঃ মনির হোসেন ওরফে হোসেন (২৮),পিতা-আঃ রশিদ,সাং-পইয়াবাড়ি,থানা-দেবিদ্বার, ৪\ মোঃ রুবেল মিয়া (২৬),পিতা-মোঃ রমজান আলী,সাং-বানাসুয়া,থানা-কোতয়ালী মডেল, সর্ব জেলা-কুমিল্লাদের গ্রেফতার করা হয়। বর্ণিত চুরির বিষয়ে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৭, তারিখ-১৬/১০/২০১৯খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হইয়াছে। ধৃত আসামীগণ আন্তঃজেলা চোরাইচক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে এবং চোরাই ইজিবাইক উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আর পড়তে পারেন