শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিএসসি পরীক্ষার ফলাফল: চান্দিনায় এক বিদ্যালয়ে পাশ করেনি কেউ!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার ফলাফলে একটি বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাশ করেনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান- প্রাথমিক সমাপনী পরীক্ষায় চান্দিনা উপজেলার ১৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার ৮৬৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার ৪১০জন শিক্ষার্থী পাশ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১৫জন শিক্ষার্থী।

একমাত্র উপজেলার মাধাইয়া ইউনিয়নের দক্ষিণ নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি। ওই বিদ্যালয় থেকে ১০জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। ওই বিদ্যালয়ের ১৪৩জন শিক্ষার্থীর বিপরীতে ৫জন শিক্ষক থাকার পরও এমন হতাশা জনক ফলাফল অত্যন্ত দুঃখ জনক। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার।

আর পড়তে পারেন