শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিআইবিতে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সাংবাদিকদের ৩ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০২০
news-image

মোঃ জামাল উদিন দুলালঃ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার প্রিন্ট মিডিয়ার ২৮ জন সাংবাদিকের ৩ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার থেকে রাজধানীর সার্কিট হাউস রোডস্থ পিআইবি’র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পিআইবির উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন।

পিআইবির মহা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী ও পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, রিসোর্স পার্সন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, চ্যানেল আই’র সিনিয়র চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাসার, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদিন দুলাল সহ আরো অনেকে।

প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি সংবাদ লেখা ও প্রকাশের মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

আর পড়তে পারেন