শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিআইবিতে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০২০
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার প্রিন্ট মিডিয়ার ২৮ জন সাংবাদিকের তিন দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ শেষে হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডস্থ পিআইবির সেমিনার কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ‘দৈনিক সংবাদ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ কাশেম হুমায়ূন।

অনুষ্ঠানের সভাপ্রধান ছিলেন পিআইবির সম্মানিত মহাপরিচালক জাফর ওয়াজেদ স্যার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিআইবির উপ পরিচালক (প্রশাসন)মোঃ জাকির হোসেন। প্রশিক্ষণটি সমন্বয় ও সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত।

পিআইবি’র মহা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী ও পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত। এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ বিএম আতিকুর রহমান বাশার, মুরাদনগর উপজেলা সমকাল পত্রিকার পতিনিধি মোঃ বেলাল উদিন সহ আরো অনেকে।

প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি সংবাদ লেখা ও প্রকাশের মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করেন এবং তাদের হাতে সনদ তুলে দেন অতিথি বৃন্দ।

আর পড়তে পারেন