শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাস ও জিপিএ-৫ দুটোতেই সেরা মেয়েরা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ছাত্রদের তুলনায় এবার ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি। পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রের তুলনায় ১ দশমিক ৫৩ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। ছাত্রের তুলনায় ৫২ হাজার ৬৯২ জন ছাত্রী বেশি অংশগ্রহণ করে এবং ৫৬ হাজার ৬৩৩ ছাত্রী বেশি পাস করেছে। জিপিএ ৫ ও বেশি পেয়েছে মেয়েরা।

ছাত্রদের তুলনায় জিপিএ ৫ বেশি পেয়েছে ১ হাজার ৩৭৪ জন ছাত্রী। ৫২ হাজার ১১০ জন ছাত্র জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে, ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

এবার এসএসসি ও সমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন ছাত্রী। ছাত্রের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। এবছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশী।

আর পড়তে পারেন