শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথর সময়

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০২০
news-image

শেখ মুসলিমা মুন:
একটা জমাট হৃৎপিন্ড নিয়ে বসে আছি,
সময়ের হিসেব-দিন- ক্ষণ ভুলে যাচ্ছি
রোজ…শুয়ে কিংবা বসে আছি ঠায়!
নয়তো এঘর আর ও ঘর বড়জোড়…
দৈনন্দিন কাজ, তাতেও পাথরের ভার!

অন্তর্জাল সংবাদ, অপেক্ষার বুলেটিন,
সংক্রমন আর জীবনের বিয়োগ গুনে গুনে জমাতে জমাতে
জমাটবাঁধা হৃৎপিন্ড আজ যেন পাথরের চাঁই…
ঢেলে ফেলে গভীর স্রোতে আবারো নিতে চাই একবুক সবুজ বাতাস!

চারিদিকে সতেজতা প্রকৃতি অপার…
তবু কেন যে আজও একটা খরস্রোতা স্রোতস্বিনীর এতটা অভাব…?

আর পড়তে পারেন