শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ মুসলিম লীগের

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানে নির্বাচনের ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) (পিএমএল-এন)। একইসাথে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে দলটি। গতকাল লাহোরে এক সংবাদ সম্মেলনে  পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ ওই অভিযোগ জানান।

শাহবাজ শরিফ বলেছেন, এ নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ। নওয়াজ বর্তমানে কারাগারে রয়েছেন।

শাহবাজ বলেন, পাকিস্তানের ইতিহাসে এটা সবচেয়ে নোংরা নির্বাচন। জনগণের রায় নিয়ে স্থূল কারচুপি হয়েছে।

শাহবাজের অভিযোগ, তাঁর দলের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

প্রসঙ্গত, গতকাল বুধবার পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে পিটিআই পেয়েছে ১১৩টি আসন, মুসলিম লীগ (নওয়াজ) ৬৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪৩টি আসন।

 

আর পড়তে পারেন