শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানকে শত্রুর চোখে দেখলে সেই চোখ তুলে ফেলা হবে ও কোনো মন্দিরেও ঘণ্টা বাজবে না

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ
পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ওপর হামলার ঘটনায় ভারত-পাকিস্তান মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও জানিয়েছেন। এর জবাবে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের যে কোনো হামলার কঠিন জবাব দেবে পাকিস্তান। এ উত্তেজনার মধ্যেই বুধবার পাকিস্তানের রেলমন্ত্রীর একটি বক্তব্য পরিস্থিতি আরও উস্কে দিয়েছে।

দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ হুঙ্কার দিয়ে বলেছেন, পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে যদি কেউ দেখার চেষ্টা করে তাহলে সেই চোখ উপড়ে ফেলা হবে।

পাকিস্তানি মন্ত্রী বলেন,পাকিস্তানকে শত্রুর চোখ দিয়ে দেখলে সেই চোখ তুলে ফেলা হবে। তখন পাখিরাও ডাকবে না,কোনো মন্দিরেও ঘণ্টা বাজবে না।

রেডিও পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট থেকে রেলমন্ত্রীর দেয়া হুমকির একটি ভিডিও টুইট করা হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করছে ভারত। তবে পাকিস্তান বিষয়টি অস্বীকার করেছে। এ হামলার তদন্তে ভারতকে সহায়তা করারও ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানের হ্যাকাররা। পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তানের বাকযুদ্ধ অনলাইনেও ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর খবরে বলা হয়, ১০০ সাইট হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দফ্তর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে ৷ হ্যাক করা হয়েছে বিজেপি নেতা আইকে জাদেজার ব্লগও ৷

তবে এ ঘটনা প্রথম নয়, এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়৷ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই হ্যাকের পেছনে ছিল ভারতীয় হ্যাকাররা ৷

আর পড়তে পারেন