শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পাইলটের চোখে লেজারের আলো, অতঃপর ঘটলাে…

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৬

নিউজ ডেস্ক: লন্ডনের হিথরো বিমান বন্দর থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলো বিমানটি। কেবল উড্ডয়ন করেছে কিন্তু হঠাৎ কোথা থেকে সহকারী পাইলটের চোখে এসে পড়লো লেজার বিমের রশ্মি। তার চোখে যন্ত্রণার কারণে সাথে সাথেই বিমানটি আবার অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। ভার্জিন আটলান্টিকের এই ফ্লাইটের দুজন যাত্রী জানিয়েছেন বিমানটি কেবল কয়েক কিলোমিটার গিয়েছিলো।

140604033005_sp_punteros_laser_624x351_getty 4bk10d513fa2b92x69_620C350 120302153442_todays_phrase_flying_colours_624x351_pa
তখন ক্যাপ্টেন ঘোষণা দিলেন বিমান ফেরত যাচ্ছে। এই ফ্লাইটে ২৫২ জনের মতো যাত্রী ছিলেন। কোথা থেকে এই লেজার বিম এলো এখন তা তদন্ত করে দেখা হচ্ছে। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাজ্যে বিমানের উপর লেজার তাক করার চারশোর বেশি ঘটনা ঘটেছে। লেজারের রয়েছে বহুবিধ ব্যবহার। সুপার মার্কেটে বারকোড পড়া দিয়ে তার শুরু।
এই আলোর রশ্মি দিয়ে ডাক্তাররা অস্ত্রোপচার করেন।

এই রশ্মি দিয়ে নানা বস্তু কেটে ফেলা যায়। সেনাবাহিনী কোন টার্গেট নির্ধারণে লেজার ব্যবহার করে। আবার বিনোদনেও এর ব্যবহার রয়েছে যেমন ধরুন লেজার লাইট শো।
অনেকে লেজার তাক করে মজা করলেও হটাত চোখে এসে পড়লে তা যন্ত্রণার কারণও হতে পারে। …..বিবিসি

আর পড়তে পারেন