শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশ ছাড়পত্র আনতে কুমিল্লার ক্লিনিকগুলোকে সিভিল সার্জনের চিঠি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

চিকিৎসা বর্জ্য প্রক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করতে ক্লিনিকগুলোকে পরিবেশ ছাড়পত্র আনতে জরুরি ভিত্তিতে চিঠি পাঠিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন। আগামী ২ মাসের মধ্যে পরিবেশ ও স্বাস্থ্য বিধিমালা মেনে সকল ক্লিনিক নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা বর্জ্য বিনষ্ট করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসকের এই নির্দেশের ভিত্তিতে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ আইন মানতে হবে। সেসব প্রতিষ্ঠান থেকে যে চিকিৎসা বর্জ্য বের হয় সেগুলো বিধিমালা মেনে শ্রেণীবিন্যস্ত ভাবে বিনষ্ট করা হয় কি না আমরা সে কার্যক্রম কঠোর ভাবে পর্যবেক্ষণ করবো। এরই ধারাবাহিকতায় আমরা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম  জোরদার করেছি।

 

 

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষ ২০২০ উপলক্ষে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচীর আওতায় আগামী ২৮ জানুয়ারি সকল সরকারি/বেসরকারি স্বাস্থ্য স্থাপনায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

আর পড়তে পারেন