শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশ অধিদপ্তরে চাকরির সুযোগ, নিয়োগ দেবে ৬৪ জনকে

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৪, ২০১৯
news-image

 

চাকরি ডেস্কঃ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর। বিভিন্ন গণমাধ্যমসহ অনলাইন মাধ্যমেও এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আটটি বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গবেষণাগার সহকারী, নমুনা সংগ্রহকারী, স্টোরকিপার, গাড়িচালক, ল্যাবরেটরি অ্যাটেনডেন্টসহ অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

আটটি পদে মোট ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পূর্ববর্তী অভিজ্ঞতাধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে (১৩, ১৫, ১৬, ১৯, ২০) বেতন প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে (http://doe.teletalk.com.bd) এই ঠিকানায় আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ জানুয়ারি, ২০১৯ সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।

আর পড়তে পারেন