শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পবিত্র রমজান মাসকে ঘিরে হিমাগারে শত কোটি টাকার পচা খেজুর মজুত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় একশ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ভেজাল খাদ্যদ্রব্য মজুত ও বাজাতজাতকরণের চেষ্টার অপরাধে একটি হিমাগারকে নগদ পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের পর হিমাগার দুটিকে সিলগালা করে দেয়া হয়।

সোমবার দুপুর হতে বিকেল পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নের্তৃত্বে র‌্যাব-১১’র একটি দল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ দুুটি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রাখা হয়েছিল, যা কমপক্ষে তিন থেকে চার বছর আগের আমদানিকৃত। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে।

রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনাসহ সারা দেশে এ খেজুরগুলো বাজারজাত করার প্রস্তুতি নেয়া হচ্ছিল। এ হিমাগারগুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুততি চলছে বলেও জানান তিনি।

আর পড়তে পারেন