শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পথচারীদের জন্য বিপদজনক হয়ে পড়ছে পদুয়াবাজার বিশ্বরোড

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

জনগণের রাস্তা পারাপারে সুবিধার্থে এবং সড়কে দুর্ঘটনারোধে কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোড ফুটওভার ব্রিজটি এই বছর নির্মাণ করা হয়েছে।  এই ব্রিজটি যথাযথ ব্যবহার করছেন না পথচারীরা। সড়কে দুর্ঘটনা রোধ করার জন্য এ ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হলেও প্রকৃতপক্ষে তার সঠিক ব্যবহার হচ্ছেনা। ফলে সড়কে দূর্ঘটনাও কমছেনা। সরেজমিনে কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোড ফুটওভার ব্রিজ ঘুরে দেখা যায়, ব্রিজটি কয়েকজন ভিক্ষুকছাড়া আর কেউ যথার্থ ব্যবহার হচ্ছেনা। অধিাকাংশ শিক্ষার্থী এবং অন্যান্যরা মহাসড়কের উপর দিয়েই পারাপার হচ্ছে। অথচ শিক্ষার্থীসহ সকলের নিরাপদে পারাপারের জন্য এ ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু কেউ এর ব্যবহার করছে না। ফলে এ স্থানে প্রায়ই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটছে। কথা হয় কুমিল্লা ইপিজেড এর শ্রমিক শান্তা পারভীন এর সাথে। তিনি বলেন, এই এলাকায় এই ফুটওভার ব্রিজ নির্মাণ করে দিছে আমাদের জন্য। কিন্তু আমরা বেশীরভাগ সময়ই ব্যবহার করি না। সকাল বেলা বিপুল পরিমান বাসের চাপ এতই বেশি থাকে যে ইচ্ছা থাকলেও তখন রাস্তা পারাপার হতে পারিনা। এর ফলে এই ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু আমরা শ্রমিকরা সচেতনতার অভারে ফুটওভার ব্রিজ ব্যবহার করছিনা। যা মোটেও ঠিক না। ফলে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী মো. রুবেল হোসেন জানায়, তাড়াতাড়ি রাস্তা পারাপারের কারণে ফুটওভার ব্রিজ ব্যবহার করা হয়না। তাই অনেকটা ইচ্ছাকৃত ভাবেই অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। ফুটওভার ব্রিজগুলো সঠিক ব্যবহার না করার কারণ সম্পর্কে জানতে চাইলে ওই শিক্ষার্থী অভিযোগ করে বলে, সাধারণ পথচারীরা সময় বাঁচাতে যত্রতত্র সড়কের উপর দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। আব্দুল আলীম নামের এক পথচারী জানায়, দিনের বেলায় দুই একজনফুটওভার ব্রিজ ব্যবহার করলেও রাতে কেউ ব্যবহার করেনা। কারণ রাতে এই ব্রিজের উপর ছিনতাইকারীদের আড্ডা বসে। পথচারী কেউ একা একা ফুটওভার ব্রিজ ব্যবহার করে পারাপার হতে গেলেই ছিনতাইকারী কিংবা মাদকসেবীদের কবলে পড়ে সুবকিছু খোয়াতে হয়। তাই ভয়ে অনেকেইফুটওভার ব্রিজটি ব্যবহার করেছে না। কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোড সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে হিমশিম খেতে হয়। অনেক সময়ই সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে পথচারীরা মহাসড়ক পার হয়। ফলে মাঝে মাঝে মহাসড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে ঘটছে দূর্ঘটনা। অনেকে জীবন হারিয়েছেন আবার অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা বিশ্বরোড এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, আমরা পথচারীদের বার বার অনুরোধ করা সত্ত্বেও তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না। আমরা দায়িত্বে থেকে যানজট নিরসনের কাজে ব্যস্ত থাকায় অন্যদিকে খেয়াল রাখা যায়না। এরপরও নিজে থেকে অনেক পথচারীকে বোঝানোর পরেও তারা সেটি বোঝে না।

আর পড়তে পারেন