শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকায় জাল ভোট, ৮৫ ব্যালট বাতিল করা হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

নৌকা প্রতীকের সমর্থকেরা জাল ভোট দেওয়ার ঘটনায় খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ২২ নং ওয়ার্ডের একটি কেন্দ্রের ৮৫টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌঁনে ১০টার দিকে ওয়ার্ডের ১৭৯ নং ফাতিমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে জাল ভোট প্রদানকালে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের হট্টগোলে কেন্দ্রটির দুটি বুথের ভোটগ্রহণ ১৫ মিনিট বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়।

কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দুই বুথের ৮৫টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যার ১৯০৬টি। বর্তমানে কেন্দ্রের ছয়টি বুথের ভোটার উপস্থিতি কম। এর মধ্যে তিনটি বুথ ভোটার শুন্য।’

কেন্দ্রটি আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বাড়ির সামনে অবস্থিত। এখানে বিএনপির কোনো পোলিং এজেন্টদের দেখা যায়।

আর পড়তে পারেন