শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকার টিকিট তাজুল ইসলামের হাতে, দলের নেতারা খুশি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তাজুল ইসলাম। গতকাল রোববার সকালে তিনি টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন। তাঁকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকে লাকসাম-মনোহরগঞ্জ বিভিন্ন স্থানে তাজুল অনুসারী নেতা–কর্মীরা মিষ্টি বিতরণ করেন। তাজুল ইসলামের অনুসারী নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন সিদ্ধান্ত আসতে পারে, তা তাঁরা আগেই জানতেন। শুধু ঘোষণার অপেক্ষায় ছিলেন। তাঁরা বলেন, শেখ হাসিনার গোপন জরিপে সৎ রাজনীতিবিদ হিসেবে তাজুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

নির্বাচনী এলাকার মনোহরগঞ্জে কথা হয় কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে। দেবপুর গ্রামের কামরুল বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো সম্পর্ক আছে তাজুল ইসলামের। পোমগাও গ্রামের জসিম উদ্দিন বলেন, এই আসনে তাজুল ইসলামকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত ভালো হয়েছে। এতে উন্নয়ন হবে। মৈশোতুয়া গ্রামের আলফাজ মিয়া বলেন, ‘আমরা কোনো সক্রিয় রাজনীতিতে নেই। তবুও তাজুল ইসলামকে চিনি। তিনি মানুষের খুব কাছে গিয়ে রাজনীতি করেন। হাসিমাখা চেহারার কারণে মানুষ তাঁকে আপন মনে করে। তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা আছে।’

তাজুল ইসলাম ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনেও এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাজুল ইসলাম জয়লাভ করেন।

আর পড়তে পারেন