শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে শিশু নিহত, আহত ৩০ : ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০১৯
news-image

 

নোয়াখালী সংবাদদাতা :

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে নোয়াখালীতে ঘরচাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো প্রায় ৩০ জন। জেলার দুই উপজেলার প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

নিহত শিশু জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা গ্রামের আব্দুল খালেকের শিশুপুত্র ইসমাইল হোসেন (২)।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নোয়াখালীর উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় ফণী। এতে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ও চর আমিনুল হক গ্রাম দু’টি বিধ্বস্ত হয়। গ্রাম দুটির প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

এছাড়া সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া ও চর দরবেশ গ্রামেরও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

এদিকে, আজ শনিবার সকাল থেকে ফণীর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাই ঘরবাড়ি হারানো লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া নগদ অর্থ ও টিন বরাদ্দের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন