বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

অাবদুল মোতালেব, নোয়াখালিঃ

নোয়াখালী প্রান কেন্দ্র শহর মাইজদীতে যানজট নিরসন ফুটপাত মুক্ত করতে অবৈধ স্থাপনা সহ শতাধিক দোকান ও হকারকে উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে সুধারাম থানার সামনের সড়ক থেকে জিলা স্কুল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূএে জানা যায় , অবৈধ স্থাপনা ও হকারদের কারণে শহরের প্রধান সড়কে সবসময় যানজট লেগে থাকে। এতে সাধারণ লোকজনের চলাচল সহ প্রশাসনিক কাজেও সমস্যার সৃষ্টি হয়। তাই উচ্ছেদ অভিযানের মাধ্যমে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের দুই পাশের ফুটপাতের বিভিন্ন দোকানপাটের সামনের সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সাথে ফুটপাত সংলগ্ন সড়ক থেকে শতাধিক হকারকে উচ্ছেদের শহরে যানজট কমেছে এসেছে। জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন শহরবাসী। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ  জানায় , জেলা প্রশাসনের নির্দেশে সুধারাম থানার সামনের সড়ক থেকে জিলা স্কুলের সামনে পর্যন্ত প্রায় দুই কিলোমিটারব্যাপী প্রধান সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সহ হকারদের উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হয়েছে। যৌথ অভিযানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার ও অভিযানে সুধারাম থানা পুলিশ ।

আর পড়তে পারেন