শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নুসরাত হত্যা মামলায় ৭২২ পৃষ্ঠার চার্জশিট, পুরো দায় সিরাজের

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৯
news-image

 

ডেক্স রিপোর্টঃ

ফেনীর সোনাগাজীর নুসরাত জাহার রাফিকে পুড়িয়ে মারার ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড চেয়ে অভিযোগপত্র তৈরি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার।

আসামিদের দফায় দফায় রিমান্ডসহ নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণে ৭২২ পৃষ্ঠায় ঘটনার পূর্বাপর তুলে ধরা হয়।

ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য তদন্ত উপাদানে প্রমাণ হয় নুসরাত জাহান পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার।

বনজ কুমার মজুমদার আরও বলেন, ঘটনার সময় অধ্যক্ষ সিরাজ অপরাধস্থলে উপস্থিত না থাকলেও তিনিই মূল পরিকল্পনাকারী ও খুনের হুকুমদাতা। তাই সার্বিক বিষয় তুলে ধরে সবার সর্বোচ্চ শাস্তি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করা হবে বুধবার (২৯ মে)।

আর পড়তে পারেন