বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলে গ্রেপ্তার, জাল জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় প্রায় ছয় কোটি ৩২ লাখ টাকা মূল্যের ২১ লাখ ৯ হাজার মিটার জাল জব্দ করা হয়।

শনিবার বিকেলে এ তথ্য জানান নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান।

চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ও তার আশপাশের পদ্মা ও মেঘনা নদীর বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকেল পর্যন্ত অভিযানে ২৬ জন জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল সংখ্যক জালসহ আটটি নৌকা এবং ৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আটটি মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য্যসহ অন্য কর্মকর্তারা।

আর পড়তে পারেন