শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিশুতি রাতের প্রলাপ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২১
news-image

এ কে সরকার শাওন:

ঝিঁঝি ডাকা শেষ জ্যৈষ্ঠের
রাতের দ্বি-প্রহরে;
ভীষণ বৃষ্টি মুষলধারে!
চারপাশের সবাই ঘুমের ঘোরে
পৃথিবীতে একা জানালার শিক ধরে
আছি দাড়িয়ে অনাদিকাল ধরে;
নিকষ কালো দুর্বোধ্য অন্ধকারে!
কার তরে? সে কি ফিরিবে এই দ্বারে!
তাঁর জন্মতিথিতে অনুকম্পা করে!

কল কল টিপ টিপ মধুর সুরে
সহস্র জলকণা জলকেলি করে!
কিছু ঝরে পড়ে অনাদরে
পত্রপল্লবগুচ্ছের দেহবল্লরীর রেখা ধরে!
যেন রূপমাধুরীর রূপচ্ছটা পরিছে ঝরে;
বজ্র বিদ্যুৎ ঝলসিয়ে উঠে ভুবন জুড়ে!

দু’চোখের বাঁধ ভেঙে
বৃষ্টির সুর ধরে টপ টপ করে
দু’চার ফোটা ঝরে পরে,
অজ্ঞতসারে অন্ধকারে!
কার তরে? কেউ কি অনুধাবন করে?

সপ্ত সিন্ধু পেরিয়ে নিশুতি রাতের
নিরব কথোপকথন প্রতিধ্বনি করে;
সুরের খেয়া সরল রেখা ধরে
ইথারে ভেসে ভেসে বিঁধে অন্তরে!
রিমিঝিম বৃষ্টির নুপুরের সুরে
বিষাদের কালোছায়া পড়ে
বিমোহিত অবুঝ অন্তরে!
কার তরে?
আজো কেউ কি প্রতীক্ষা করে?
অন্তর দিয়ে ডাকে অন্তপুরে?
দীর্ঘশ্বাসে প্রলয় বয়ে যায়
দূর থেকে দূরে
হৃদয়ের ভিত নড়বড় করে!

শত কোটি মানুষের ভীড়ে
তাঁর কথা মনে পড়ে রয়ে রয়ে;
যে হারিয়েছে শত অনাদরে
বেদনা অপমান সয়ে সয়ে!
এক সমুদ্র অতৃপ্ত হাহাকারে
এমনি নিরব নিশীথ অন্ধকারে ;
বুকভরা অভিমান ভরে
যে গিয়েছে ফিরে চিরতরে।
সে কি আর ফিরিবে কোন ছলে?
তাঁর কোন জন্মতিথি ধরে!

গোলাপগুচ্ছ সাজিয়ে থরে বিথরে
শুভেচ্ছার ডালি ধরে
আজো প্রতীক্ষায় কেউ একজন
ভাঙ্গা নড়বড়ে নীড়ে!

কবিতাঃ নিশুতি রাতের প্রলাপ
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন

আর পড়তে পারেন