শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে ঐক্যফ্রন্টের মান্না, কাদের সিদ্দিকীর মত অনেক দলছুট নেতা জামানত হারাবেন – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৮, ২০১৮
news-image

 

শরীফুল ইসলামঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেন, ‘বিএনপি দিশেহারা হয়ে যাদেরকে নিয়ে ঐক্যফ্রন্ট করছে নির্বাচনে তাদের অনেকেরই জামানত থাকবে না। ড. কামাল হোসেন, আ.স.ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না ও কাদের সিদ্দিকী প্রত্যেকেই দলছুট নেতা। তারা সবাই জাতির জনকের কন্যা শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করছেন। এসব বিশ্বাস ঘাতক কামাল,মান্না, কাদের সিদ্দিকীরা নির্বাচন করলে জামানত হারাবেন।’

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার দোল্লাই নোয়াবপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় ওই কলেজ মাঠে কলেজ প্রতিষ্ঠাতা ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ’কে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি দলটির সভাপতি বেগম জিয়া, সিনিয়র সহসভাপতিও তার ছেলে। অর্থ আত্মসাতের দায়ের মা জেলে অর্থ পাচারের দায়ে সাজাপ্রাপ্ত ছেলে বিদেশে পলাতক। ওই দলটির এখন সভাপতি, মহাসচিবও নেই। দলটি এখন ব্যান্ড হয়ে গেছে। আজ ওই ব্যান্ড হওয়া দলটি আবার ড. কামাল, মান্না ও কাদের সিদ্দিকীদের কাঁধে ভর করে নির্বাচনে আসার চেষ্টা করছে।’ তারা নির্বাচনের তফসিল পেছানোর কথা বলেছিল। তফসিল পেছালে তারা নির্বাচন বানচাল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করতো।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া’র সভাপতিত্বে বক্ব্য রাখেন সংবর্ধিত অতিথি সাবেক ডেপুটি স্পিকার স্থানীয় সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাও. মো. মনিরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোল্লাই নবাবপুর সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আশেক এলাহী, স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, কলেজের ছাত্র নাজমূল হক। এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, পৌরসভার কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক মো. জহিরুল ইসলাম মুন্সি, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী মো. সাদেক হোসেন, উপজেলা তাঁতীলীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন