শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্ধারিত স্থানে কোরবানির পশু জবেহ নিশ্চিতকরণে কুসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৯
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদঃ
নির্ধারিত স্থানে কোরবানির পশু জবেহ নিশ্চিতকরনে বিভিন্ন কর্মসূচি গ্রহনের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার বিকেলে সিটি কপোরেশন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু সিটির নিধারিত স্থানে কোরবানির পশু জবেহ নিশ্চিতকরনে বিভিন্ন কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

সংবাদ সম্মেলনে মেয়র সাক্কু বলেন, কোরবানির পশু জবাইয়ের জন্য সিটিতে ১৯১ স্থান নির্ধারণ, সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময়, পশু জবাই ও চামড়া সংরক্ষনে কসাইদের প্রশিক্ষণ, বর্জ্য অপসারনে ব্যাগ বিতরণ, প্রতি ওয়ার্ডে ব্লিচিং পাউডার বিতরণ, ঈদের দিনেই বর্জ্য অপসারণে অতিরিক্ত জনবল নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

এসময় কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া, প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম ভূইয়া, সিটি কাউন্সিলর মোশাররফ হোসেন, জে এইচ বাবুল, উম্মে সালমা লিজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন