শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিমসার ব্যংকের টাকা ছিনতাইয়ে জড়িত আলোচিত সেই ছিনতাইকারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৬, ২০১৭
news-image

 

সাকিব আল হেলালঃ

রোববার সকাল ১০টায় খবর পেয়ে দেবপুর ফাঁড়ীর পুলিশের ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভুইয়ার নেতৃত্বে এস আই সাহাদাৎ ও সঙ্গীয় ফোর্স সহ কোটবাড়ী সোনালী ব্যাংক এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ব্যাংক এলাকা থেকে তাকে আটক করে। কৌশলে টাকা চুরির ঘটনায় জড়িত আসামী আমিনুল ইসলাম সজল খান(৬৫), পিতা মৃত আঃ রশিদ গ্রামঃ রানা খড়িয়া, থানাঃ মীরপুর, জেলা কুষ্টিয়াকে গ্রেপ্তার করে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সে গত ২৯/১১/১৭ তারিখে কুমিল্লা, বুড়িচং উপজেলার নিমসার অগ্রনী ব্যাংক থেকে কৌশলে এক গ্রাহকের ৫৭২০০০/ টাকা চুরি করে নিয়ে যায়। গ্রেপ্তারের সময় সে তার অপর দুই সহযোগিদের সাথে প্রাইভেট কারে উঠে পলানোর সময় প্রাইভেট কারের ধাক্কায় ডান চোখের উপরে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। রিপোর্ট লেখার সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কুমেক হাসপাতালে। এরপর জিগাসাবাদে অপর সঙ্গীদের সাথে বিভিন্ন সময় সংঘঠিত নানা অপরাধ ও ছিনতাইয়ের গুরুত্বপূর্ণ  তথ্য দিয়েছে আটক সজল। সংগবদ্ধ এ চক্রের অন্যান্য আসামীদের বিষয়ে আসামীকে রিমান্ডে এনে জিগাসাবাদ করলে আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান দেবপুর ফাঁড়ির ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভুইঞা।

আর পড়তে পারেন