শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজের গ্রামে ভিপি নুরকে দেখতে জনতার ভিড়

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের গ্রামের বাড়ি পটুয়াখালীর চর বিশ্বাসে গেছেন নুরুল হক নুর। সেখানে তাকে দেওয়া সংবর্ধনায় ভিড় করেছে হাজারো জনতা।

রোববার (২ জুন) সকালে ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালীর চরকাজল লঞ্চ টার্মিনালে পৌঁছালে নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় এলাকাবাসী।

সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজ এলাকা চরবিশ্বাসে পৌঁছান ডাকসু ভিপি। পরে বাজারে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

এসময় ডাকসু ভিপি নুরকে এক নজর দেখতে প্রচণ্ড রোদ উপেক্ষা করে সংবর্ধনা অনুষ্ঠানে ভিড় করে হাজার হাজার জনতা।

এসময় তিনি বলেন, সাধারণ মানুষদের জাগতে হবে, বৈষম্য নিয়ে কথা বলতে হবে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ আর বিএনপির কোনো হ্যাডম থাকবে না।

নুর আরও বলেন, কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষক এখন কৃষি কাজ ছেড়ে দিতে চাচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. রাজা মিয়া। অনুষ্ঠানে নুরের বাবা মো. ইদ্রিস হাওলাদারসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন