শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে কুমিল্লায় বাংলা টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালিসহ নানা আয়োজনে বাংলা টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, বিশিষ্ট আলোকচিত্রী ও নাট্যঅভিনেতা মোঃ শাহজাহান, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, সিসিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, এনটিভির প্রতিনিধি জালাল উদ্দিন, ভোরের কাগজ ও দেশ টিভির প্রতিনিধি এম ফিরোজ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান,  একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির বাহার রায়হান, দৈনিক সমাজকন্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, কুমিল্লার কথার  প্রকাশক দেলোয়ার হোসেন জাকির, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো খালেদ সাইফুল্লাহ, রাজনীতিবিদ ফয়সল বারি মজুমদার মুকুল, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু, চ্যানেল বাংলাদেশের বি এম মহিউদ্দিন মন্টি প্রমুখ।

পরে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, সুপ্রিম কোটের আইনজীবি নঈমুল হক মজুমদার, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ফিরোজ মিয়া, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনী, কুমিল্লা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, দৈনিক সমাজ কন্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, মেঘনা টিভির চেয়ারম্যান মহিউদ্দিন, চ্যানেল বাংলাদেশের স্টাফ রিপোর্টার বিএম মহিউদ্দিন মন্টি, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির মেহরাজ খন্দকার শিমুল, ফটোগ্রাফার সোহানসহ অন্যান্যরা।

আর পড়তে পারেন