শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে রান্না ঘরের মেঝের নিচে ৫২ গোখরা সাপ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০১৮
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের খাঁন বাড়ীর নুরুľামান খাঁনের রান্না ঘরের মেঝের নিচ থেকে ৫২টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় ওই সাপগুলো উদ্ধার করা হয়।

বাড়ীর মালিক মো. নুরুজ্জামান খাঁন জানান, রান্না করার সময় মেঝের ইটের নিচে ২টি সাপ বিচরণ করতে দেখতে পান। পরে স্থানীয় এক সাপুড়েকে ডেকে আনেন তিনি। ওই সাপুড়ে মেঝের ইট সরিয়ে একর পর এক সাপ বের করতে থাকেন। এভাবে ৫২টি সাপ করা হয়। এরমধ্যে বড় দু’টি সাপ সাপুড়ে নিয়ে যায়। বাকী ৫০টি সাপকে মেরে ফেলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মৃত সাপগুলোকে দেখতে আশেপাশের অনেক লোক জড়ো হতে থাকে।

আর পড়তে পারেন