বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০১৭
news-image

কামাল হোসেন জনি, নাঙ্গলকোটঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নানার বাড়িতে ঈদ করতে এসে পুকুরের পানিতে ডুবে মোতাহের উদ্দিন তানিন (৯) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার অষ্টগ্রাম মিয়ারবাজারের অস্থায়ী গরু বাজারের পাশ্ববর্তী ছোট পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত মোতাহের উদ্দিন তানিন ফেনি জেলার দাগনভূইয়া উপজেলার গজারিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তানিন ঈদ উদযাপন করার জন্য নানার বাড়িতে (নাঙ্গলকোট উপজেলার অষ্টগ্রাম মিয়ারবাজার) বেড়াতে আসে। গতকাল রোববার সকাল ১০ টায় বাড়ির পাশের অস্থায়ী গরু বাজারের পাশ্ববর্তী ছোট পুকুরে শাপলা তুলতে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। আজ (সোমবার) দুপুরে ওই ছোট পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আশরাফ ভূইয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, অস্থায়ী গরু বাজারের জায়গাটি বড় বড় গর্তে পরিপূর্ণ ছিল। তাই পাশের জমি খুড়ে মাটি নিয়ে গরু বাজার ভরাট করা হয়। এদিকে মাটি খুড়াঁর ফলে জমিতে ছোটখাট একটি পুকুরের মত সৃষ্টি হয়। সেই পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আশরাফ ভূইয়া শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন