শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০২১
news-image

 

মোঃ বশির আহমেদ, নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে স্থাপিত বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই)  উপজেলার ঢালুয়া ইউপির চিওড়া গ্রামের শাহাব উদ্দিন মিয়াজী ও তার ভাই শাহাজাহান মিয়াজীর মৎস্য প্রজেক্টের পাশে একটি কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোর ঢালুয়া ইউপির চিওড়া দেওয়ান বাড়ীর মাওলানা আইয়ুব মিয়ার ছেলে জহির হোসেন।

জহির গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার জানান।

নিহতের বাবা মাওলানা আইয়ূব বলেন, গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়। এর পর থেকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজির পর সকালে লোকজনের মাধ্যমে জানতে পারি একটি লাশ কৃষি জমিতে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে জহিরের লাশ শনাক্ত করি। কিন্ত জহির রাতে কেন ওই জায়গা যাবেন? নির-অপরাধ কেউ যেন হয়রানীর শিকার না হয়।

স্থানীয়রা জানান, শাহা জাহানের ছেলে সাইফুল গংরা তাদের মৎস্য প্রজেক্টের পাশে বিদ্যুতের খুটি থেকে অবৈধভাবে শ্যালু মেশিন চালাত। খুটিতে উঠার জন্য কয়েকটি বড় বড় রড রয়েছে। তাই ওই খুটির তারের সাথে বাম হাত জড়ায়। এতে জহিরের মৃত্যু হয়।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপতালে প্রেরণ করেন।

আর পড়তে পারেন