বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বিএনপির ৮ প্রার্থীর ইউপি নির্বাচন বর্জন( ভোট কারচুপির ভিডিও)

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৮, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার নাঙ্গলকোটের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নাঙ্গলকোট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থীরা এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ব্যালট পেপার ছিনতাই, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় প্রকাশ্যে সিল মারা, ভোট প্রদানে বাধা প্রদান, ভোটারদের অস্ত্র ভয় দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন, কর্মীদের মারধর, নির্বাচনী কাজে দায়িত্ব-রত প্রশাসনের কর্মকর্তাদের অসহযোগিতা প্রদান, আদ্রা উত্তর ইউনিয়নে একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী মাহবুবা আক্তারকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। আর এইসব কারণেই ওই সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জন করেছে বলে জানায় বিএনপি প্রার্থীরা।

রায়কোট উত্তর ইউনিয়নের ছুপুয়া কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের ব্যালট পেপার দিচ্ছে না। নিজ মুখে স্বীকারোক্তি। বিএনপির প্রার্থী মিয়া মোহাম্মদ ইদ্রিস নিজেই হাতে নাতে ধরলেন।

Posted by H M Mohi Uddin on Thursday, 28 December 2017

আর পড়তে পারেন