শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ঘুষের টাকা গ্রহনকালে ভূমি কর্মকর্তা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৭
news-image

মো. কামাল হোসেন জনি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ভুমি অফিস থেকে ঘুষের টাকা গ্রহনকালে এক ইউপি ভূমি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করছে দুর্ণীতি দমন কমিশন (দুদক)। আটককৃত চান্দিনা উপজেলার করতলা গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে মো: আবুল হোসেন (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, কাদবা গ্রামের মৃত. মহরম আলীর ছেলে মো: নছিউল হক ২০ শতক জমি খারিজের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে যান। তার নিকট ৫ হাজার টাকা দাবী করেন এবং তাকে ১ হাজার টাকা দেন। বাকী ৪ হাজার টাকার জন্য তার নিকট চাপ প্রয়োগ করেন। গত ৯ সেপ্টেম্বর জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন। বুধবার দুদকের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযোগকারী মো: নছিউল হক ঘুষের টাকা প্রদান কালে ইউনিয়ন ভূমি অফিস থেকে ঐ ভূমি কর্মকর্তাকে নগদ ৪ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে নাঙ্গলকোট থানায় সোপর্দ করে। দুদকের সহকারী পরিচালক মো: নুরুল হুদা বাদী হয়ে দুর্ণীতি প্রতিরোধ আইনে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৪

আর পড়তে পারেন