শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু: দাফন করলো পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৭, ২০২০
news-image

 

কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোশারফ হোসেন তালুকদার (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দৌলখাঁড় ইউপির দৌলখাঁড় গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।  দুপুরে নাঙ্গলকোট থানা পুলিশ নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন। তিনি ওই এলাকার মৃত. আলী আক্কাসের ছেলে। মরদেহের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন থেকে মোশারফ জ্বর, সর্দি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নেন। হঠাৎ করে মঙ্গলবার সকালে তিনি বাড়িতে মারা যান। মরদেহ বাড়ীতে রেখে স্বজনরা পালিয়ে যায়।

পরে নাঙ্গলকোট থানার এস আই ওবায়দুল হল ও এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পোর্স নিয়ে দুপুরের নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিয়া সাইফুল জানান, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডা. দেব দাস দেব বলেন, এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো। এটা নিয়ে এখন আমি কাজ করছি।

আর পড়তে পারেন