শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটের হেসাখাল ইউপির বাজেট ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৭, ২০১৯
news-image
মোঃ কামাল হোসেন জনি :

কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন পরিষদের উম্মক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বুধবার বিকেলে ইউপির নিজস্ব মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
পরিষদের চেয়ারম্যান জালাল আহাম্মদ ভুঁইয়ার সভাপতিত্বে বাজেট পেশ করেন পরিষদের সচিব মো. ইসমাইল হোসেন। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌদুরীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সহায়ক মো. এমরান হোসেন।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাস্টার মো. আবদুল বাতেন, যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি সদস্যগণ, অফিস সহকারী পেয়ার আহাম্মদ সুমনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২০ লাখ ১৪ হাজার ১৫০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে  ১৯ লাখ ৭৩ হাজার ৬শ’ টাকা। রাজস্ব উদ্ধৃত্ত রয়েছে ৪০ হাজার ৫৫০ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ২২৬ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ৫শ’ ৬৬ টাকা। বাজেটে ঘাটতি রয়েছে  ৩৩  হাজার ২১০ টাকা। অর্থাৎ বাজেটে সর্বমোট আয় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার  ৩৭৬ টাকা। ব্যয় ১ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার ১৬৬ টাকা ধরা হয়েছে।

আর পড়তে পারেন