বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগর সরকারি কলেজে ফেল করা শিক্ষার্থীদের ফরমপূরণ করতে না দেয়ায় বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৬, ২০১৯
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
এইচ.এস.সি নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে না দেয়ায় ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা তাদেরকে ফরমপূরণ করতে দেয়ার দাবিতে এ আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে উপজেলার প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তারা, বিক্ষোভকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কয়েক দফা বৈঠক করেন।

শিক্ষার্থীদের দাবি এ বছর আমাদের কলেজ ছাড়া অন্যান্য কলেজে একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফরমপূরণ করত; চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে, তাহলে আমাদের কেন দেয়া হবে না?

অপরদিকে নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর বলেন, বিগত বছরে আমাদের কলেজের পাশের হার কম হওয়ায় এবছর নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছি না।

আর পড়তে পারেন