শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগর সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২, ২০১৯
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকভাবে উদযাপিত হলো ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উৎসব।

এ উপলক্ষে সোমবার দিনভর কলেজ প্রাঙ্গণে বিশাল প্যান্ডেল তৈরী করে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সকালে বাদ্যযন্ত্রের তালে তালে কলেজের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় র‌্যালীতে শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর, উপাধ্যক্ষ অধ্যাপক জাকির হেসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেনসহ কলেজের শিক্ষকমন্ডলীও অংশ নেন। র‌্যালি শেষে কলেজে প্রাঙ্গণে শিক্ষার্থীদেরকে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

পরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আলমগীর। এতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন।  প্রভাষক মো. সৈয়দ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র কলেজের প্রাক্তন শিক্ষক, সাবেক অধ্যক্ষ, প্রফেসর মো. ইদ্রিস, সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, সাবেক শিক্ষক, কুমিল্লা ভিক্টরিয়া কলেজের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী মো. মজিবুর রহমান, অত্র কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. সফিকুল বারী, ব্রা‏‏হ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সায়েমুল হুদা ও নবীনগর থানার অফিসার ইনচার্জ রণোজিত রায়।
এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে অধ্যক্ষকে ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশাল এক কেক কাটতে দেখা যায়। পরে ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনগর সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উৎসবের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ১৯৬৯ সালে নবীনগর কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।

আর পড়তে পারেন