শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগর পৌরসভা নির্বাচন: বিএনপি কি পারবে বিজয়ের স্বাদ নিতে ?

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৯
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে বিএনপি কি এবারও ‘মেয়র’ পদটি তাঁদের দখলে রেখে বিজয়ের স্বাদ নিতে পারবে, এ প্রশ্ন এখন বিএনপিসহ সাধারণ ভোটারদের মুখে মুখে আলোচিত হচ্ছে। আগামি ১৪ অক্টোবর অনুষ্ঠেয় নবীনগর পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এ প্রার্থী থাকার পরও বিএনপি ঘরানার আরও তিনজন প্রার্থী এবার ‘মেয়র’ পদে নির্বাচনে অংশ নেয়ায়, ভোটারদের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, ১৯৯৯ সালে গঠিত নবীনগর পৌরসভায় ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত নবীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া ‘পৌর প্রশাসক’ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালের অক্টোবর মাসে নবীনগর পৌরসভার প্রথম নির্বাচনে নবীনগর থানা বিএনপির সহ সভাপতি (বর্তমান মেয়র) মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু ‘মেয়র’ নির্বাচিত হন।

কিন্তু এবারের পৌর নির্বাচনে বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হয় নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ধণাঢ্য ব্যবসায়ী হাজী মো. শাহাবুদ্দিনকে। এ অবস্থায় বিএনপি নেতা বর্তমান মেয়র মাইনু বিক্ষুব্ধ হয়ে বিএনপি থেকে পদত্যাগ করে ‘মোবাইল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অন্যদিকে নবীনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়াও এবার ‘জগ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পাশাপাশি নবীনগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা ফারুক আহমেদ ‘নারিকেল গাছ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ অবস্থায় বিএনপি এবারের নির্বাচনে ‘মেয়র’ পদটি শেষ পর্যন্ত তাদের দখলে রেখে বিজয়ের স্বাদ নিতে পারবেন কিনা, সেটি নিয়ে খোদ বিএনপিসহ স্থানীয় বিভিন্ন মহলে এখন জোরেসোরেই আলোচনা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি সমর্থিত একাধিক স্থানীয় সাধারণ ভোটার বলেন, ‘বিএনপি ঘরানার তিন প্রার্থীর একজন ‘স্বতন্ত্র প্রার্থী’ এবার ধানের শীষের ব্যাপক ক্ষতি করবে বলে মনে হচ্ছে। তাই সম্মিলিতভাবে একজন প্রার্থী হলে, বিএনপির বিজয় শতভাগ সুনিশ্চিত হতো।’

ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহাবুদ্দিন বলেন,‘নবীনগর হলো বিএনপির ঘাঁটি। সুতরাং প্রার্থী যতই থাকুক, ভোটাররা ‘ধানের শীষ’ প্রতীক দেখেইে ভোট দিবেন। সুতরাং নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত।’

তবে উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সহ-সভাপতি ও নবীনগর পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু বলেন, ‘এটি পৌরসভা নির্বাচন। এখানে ব্যক্তির আচার আচরণ তথা ইমেজটাই বড় বিষয়। পাঁচ বছর যে পরিমান কাজ করেছি, আশা করি, ভোটাররা এবারও তার মূল্যায়ন করে আমাকে বিজয়ী করবেন।’

নবীনগর পৌরসভার সাবেক প্রশাসক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া বলেন, ‘এটিই আমার শেষ নির্বাচন। পৌরসভার শুরুতে ‘প্রশাসক’ হিসেবে ছয় বছর যে পরিমাণ উন্নয়ন কাজ করেছি আশা করছি, আমার এই শেষ নির্বাচনে ভোটাররা আমাকে আরেকটি বার তাঁদের সেবা করার সুযোগ দিবেন।’

সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক আহমেদও তাঁর জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে জানান। তবে এই চার প্রার্থীই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আজকের কুমিল্লার কাছে অভিমত প্রকাশ করেন।

প্রসংগত, এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে নবীনগর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আর পড়তে পারেন