শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ৪০ বছর পর দখলমুক্ত হলো স্কুলের খেলার মাঠ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ প্রায় ৪০ বছর উপজেলার ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দখল মুক্ত হয়েছে। রবিবার বিকেলে ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মাঠটি দখল মুক্ত করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃশরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হীরা, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আবু মুসা, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর ডট টিভির পরিচালক ও সম্পাদক সাইদুল আলম সোরাফ, আজকের কুমিল্লার নবীনগর প্রতিনিধি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন প্রমূখ।

আর পড়তে পারেন