বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ২ লাখ টাকার গাঁজাসহ ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৬, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
শিক্ষিত ও বেকার যুব সমাজের ধ্বংসের একমাত্র শক্তিশালী হাতিয়ার হলো মাদক, যা এখন যুব সমাজের কাছে নেশায় পরিণত হয়েছে। এই মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে দেশের সবত্রই বিশেষ অভিযান পরিচালনা করে আসছে আইন-শৃংখলা বাহিনী।

তেমনি এক বিশেষ অভিযানে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার আহম্মদপুর বাজারে বৃহস্পতিবার নবীনগর থানার ওসি আসলাম সিকদার ও ওসি (তদন্ত) মোঃ রাজু আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ২৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে। জব্দ হওয়া গাঁজার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ওই গাঁজাগুলো অভিনব কায়দায় মার্শাল ব্যাগে করে কসবা থেকে নরসিংদী নিয়ে যাওয়ার পথিমধ্যে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কসবা থানা এলাকার আখর গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে মোঃ হেলাল(২৫), জজু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৩) ও জলিল মিয়ার ছেলে সুজন মিয়া(২৪)। এই ব্যাপারে নবীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এ ব্যাপারে ওসি (তদন্ত) রাজু আহমেদ দৈনিক আজকের কুমিল্লাকে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নবীনগর উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্।

আর পড়তে পারেন