বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ১২৪টি পূজামন্ডপে এবার ৬২ মে.টন চাউল প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৯
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১২৪টি দূর্গাপূজা মন্ডপের জন্য আর্থিক অনুদান হিসেবে সোয়া ১১ লাখ টাকা সম মূল্যের ৬২ মে.টন চাউল বরাদ্দ দিয়েছে সরকার।

মঙ্গলবার দুপুরে সুষ্ঠুভাবে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে ওই অনুদান তুলে দেন স্থানীয় সাংসদ এবাদুল করিমের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীনগর থানার অফিসার ইনচার্য রনোজিত রায়, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এড. শিবসংকর দাস, পল্লী বিদ্যুৎ নবীনগর জোনালের ডিজিএম নীল মাদব বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পূজা উদযান পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, সিনিয়র সহ-সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু সেক্রেটারী বিনয় চক্রবর্তী প্রমুখ।

পরে উপজেলার ১২৪টি পূজামন্ডের সভাপতির কাছে সমভাগে অনুদানের ওই টাকা বিতরণ করা হয়।

আর পড়তে পারেন