বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে সড়ক নির্মাণে চলছে ভানুমতির খেল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২১, ২০১৮
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোল্লা হয়ে যশাতুয়া সড়ক পাকাকরণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের সুড়কি ও খোয়া। কাজ শেষে প্রাপ্ত অর্থ উত্তোলণে দেখানো হয় সঠিক নিয়মে করা হয়েছে সকল কাজ, এ যেন ভানুমতির খেল।

সরজমিনে দেখা যায়, উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের মোল্লা হয়ে রতনপুর ইউনিয়নের যশাতুয়া সড়ক পাকাকরণ কাজে ভালোমানের ইট ব্যবহার করার কথা থাকলেও বাস্তবে আনা হয়েছে নিম্নমানের ইটের খোয়া ও সুড়কি। সড়কে গর্ত ভরাটে ব্যবহার করা হয়েছে নিম্নমানের খোয়া, এই সকল বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এ বিষয়ে কথা বলতে চাইলে সাব কন্ট্রাক্টর সাংবাদিকদের উপস্থিতি দেখে ঘঠনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে ফোন করে পাওয়া যায়নি।

এদিকে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম জানান এ ব্যাপারে অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

 

আর পড়তে পারেন