বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে মাদক বিরোধী ক্রিকেট টূর্ণামেন্ট ফাইনাল।। চ্যাম্পিয়ন বাঙ্গরা উত্তর পাড়া ক্রিকেট একাদশ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
খেলার নেশায় ভেসে যাও, মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন -এই স্লোগানকে সামনে রেখে ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী রাত্রিকালীন ক্রিকেট টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা সোমবার সন্ধ্যায় নবীনগর উপজেলার বাঙ্গরা পূর্ব পাড়া মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় শুভ শিল্পালয় বনাম বাঙ্গরা উত্তর পাড়া ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করেন। খেলায় শুভ শিল্পালয় কে ৬ উইকেটে হারিয়ে বাঙ্গরা উত্তর পাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।

মাদক বিরোধী ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলায় বাঙ্গরা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা রবিউল আওয়াল রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ফুরকানুল ইসলাম ফুরকান। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন টূর্ণামেন্টের সাধারণ সম্পাদক মোঃ মিদন মিয়া, জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজনু সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর অব. সার্জেন্ট সালেহ আহমেদ মুকুল, মোঃ শামিম মিয়া, খুরশেদ আলম জুয়েল, এডভোকেট মোঃ ফ্রূকান, মিজান মেম্বার, সোলায়মান মেম্বার, খালেদ স্যার, কবির সরকার, মোখলেছ মিয়া, হাজী অরুন পলাশ প্রমুখ।

টূর্ণামেন্ট এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইউপি সদস্য আবু হানিফ মেম্বার, টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন নবীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফিক, মোঃ রুবেল, মোঃ সমিত, আবু তাহের, ইয়ার হোসেন, মোঃ দেলোয়ার, কাউছার আলম, মোঃ সোহেল রাজ প্রমুখ। খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ২১ ইঞ্চি এল ইডি টিভি ও রানার্সআপ দলের হাতে ১৪ ইঞ্চি এল ইডি টিভি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আর পড়তে পারেন