বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে বাঁশের অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশারা গ্রামের যমুনা নদীতে স্থানীয় প্রভাবশালীর একটি মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা’র নিদের্শ না মেনে, হিলিপ নামক প্রকল্পের নাম ভাঙিয়ে অবৈধভাবে বাঁশের বাঁধ স্থাপন করে মাছ চাষ করছে। এই নিয়ে এলাকার সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা বলছে, এই নদীটি দিয়ে প্রতিনিয়ত নৌকা চলাচলের মাধ্যমে সর্বসাধারণ বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজ ও এক স্থান থেকে অন্য স্থানের সাথে যোগাযোগ রক্ষা করে আসছে। আজ এলাকার কিছু শক্তিধর লোক একজোট হয়ে লিজের নামে অবৈধভাবে এই গুরুত্বপূর্ণ নদীটির উপর বাঁশের বাঁধ দিয়ে মাছ চাষ করছে, এটা মোটেও ঠিক হচ্ছে না। মাছ চাষ করতে হলে, পুকুরে গিয়ে চাষ করুক ব্যবহার যোগ্য এই নদীতে কেন?
এই বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, হিলিপ নামক প্রকল্পের নাম ভাঙিয়ে, লিজ নিয়েছি বলে যারা অবৈধভাবে নদীতে বাঁধ বসিয়েছে, ইতিমধ্যে আমি রতনপুর ইউ/পি চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে বলেছি বাঁধ সরিয়ে নিতে। আগামীকালের মধ্যে বাঁধ না সরানো হলে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন