বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে পানিবন্দি ৫ শত পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামে, অস্বাভাবিক জোয়ার ও অতিবৃষ্টির কারণে নদী-নালা, খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় পানি বন্দি হয়ে পড়েছে উক্ত এলাকার প্রায় ৫ শত পরিবার। পানিতে গ্রামের প্রধান প্রধান রাস্তা গুলো তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। নিয়মিত কাজ পাচ্ছে না বলে অতি কষ্টে দিনাতিপাত করছে দিনমুজুর শ্রেণির মানুষ। উপজেলা শহর নবীনগরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পন্য আমদানী করতে পারছেন না কালঘড়া বাজারের ব্যবসায়ীরা। ক্রেতারা নিয়মিত বাজারে আসতে পরছে না বলে ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে বলে জানান মুদি দোকানি মো. আমিরুল ইসলাম। কালগড়া হাফিজ উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, পানিতে স্কুলে যাওয়ার রাস্তা তলিয়ে যাওয়ায় স্কুলে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রছুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী আকবর বলেন, এই ব্যাপারে আমি অবগত নই।
উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী মুঠোফোনে জানান, বন্যার বিষয়ে আমি রছুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে মঙ্গলবার আলোচনা করেছি এবং তিনি রছুল্লাবাদ ইউনিয়ন সম্পূর্ন বন্যা মুক্ত বলে আমাকে অবহিত করেন। তবে মাঠ পর্যায়ে পর্যবেক্ষন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আর পড়তে পারেন