শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে নিজ পুত্রদের হাতে মার খেয়ে বৃদ্ধ বাবা হাসপাতালে থানায় লিখিত অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০১৮
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ছেলেদের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে না দেওয়ায় ছেলেরা ক্ষিপ্ত হয়ে তাদের বৃদ্ধ বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আহত বাবা বুধবার (৩১ অক্টোবর) নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ওসি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

থানায় দাখিল করা ওই অভিযোগপত্র থেকে জানা যায়, চার ছেলে ও চার মেয়ের জনক বৃদ্ধ জীবন মিয়া (৭০) আলাদা বসবাস করেন। ছেলেরা তাঁর ভরণ পোষণ দেয় না বিধায়, তিনি স্বল্প পুজিতে কাঁচা মালের (তরকারি) সামান্য ব্যবসা করে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে জীবিকা নির্বাহ করেন।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, রাজমিস্ত্রি পেশায় নিয়োজিত তাঁর বড় দুই ছেলে আবুল হোসেন (৪৫) ও মকবুল হোসেন (৪০) দীর্ঘদিন ধরে তাঁর ৪৫ শতকের পুরো বাড়িটি ওই দুই ছেলের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করে আসছিলো। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে বাড়িটি দুই ছেলের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বৃদ্ধ বাবাকে ওরা হুমকী দেয়। এতে বৃদ্ধ জীবন মিয়া অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ছেলেরা এক পর্যায়ে লোহার রড দিয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করে। পরে লোকজন ছুটে এসে আহত বাবাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে বৃদ্ধ জীবন মিয়া এ প্রতিনিধিকে বলেন,‘এর আগেও বহুবার ওই দুই ছেলে আমার উপর অত্যাচার, নির্যাতন করেছে। সম্পত্তির জন্য গতকালও আমাকে এরা মারধর করেছে। তাই আমি থানায় গিয়ে ওসি স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযুক্ত বড় ছেলে আবুল হোসেন ঘটনাটিকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো দাবি করে বলেন,‘ঘটনার সময় গতকাল আমি বাড়িতেই ছিলাম না। আমার তিন নম্বর ভাই কবির ঘটনাটিকে সাজিয়ে আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। সুষ্ঠু তদন্ত হলে অভিযোগের এক ফোঁটা সত্যতাও পাওয়া যাবেনা।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন,‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আর পড়তে পারেন