শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে কমিউনিটি পুলিশিং- ডে- ২০১৭ পালিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
২০০৭ সালের এই দিনে পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক প্রতিষ্ঠা করেছিলেন কমিউনিটি পুলিশ নামে একটি নতুন সংগঠন। যার মূল কার্যক্রম হলো সমাজের তৃণমূল পর্যায়ের সকল আইন পরিপন্থী কার্যকলাপ এই সংগঠনের সদস্যদের মাধ্যমে পুলিশকে অবহিত করা এবং সমাজে শান্তি-শৃংখলা বজায় রেখে সবাই সুন্দরভাবে বসবাস করা। এরই ধারাবাহিকতায় সারাদেশে প্রতিবছর এই দিনটি কমিউনিটি পুলিশিং-ডে- হিসেবে পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম নয় ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর থানার আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং- ডে- ২০১৭। সকালে নবীনগর থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি জহির উদ্দিন চৌধুরী সাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর সার্কেল চিত্তরঞ্জন পাল। আলোচনা সভার প্রাক্কালে শান্তির দূত পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ সফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার। বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী, আওয়ামীলীগ নেতা এড. সুজিত কুমার দেব, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ নসু, ডাঃ একে এম মোজাম্মেল হক, আবুল হোসেন আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, নুরুন্নাহার বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবু আলম লিটন প্রমূখ। বক্তারা সমাজের অবক্ষয় রোধে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও আইনের পরিপন্থী কর্মকান্ডের বিরূদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কমিউনিটি পুলিশে সহায়তায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নবীনগর থানার তদন্ত অফিসার নাজির আহম্মেদ (ওসি তদন্ত)।

আর পড়তে পারেন