শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
প্রায় ১৪০০ বছর আগে ঠিক এই দিনে অর্থাৎ হিজরী বছরের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিম উম্মাহ্র প্রাণের নবী ও নবীদের মাঝে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা.) এর আগমন হয় এবং একই দিনে নবী করিম (সা.) এই দুনিয়া থেকে বিদায় নেন। তাই এই দিনটি মুসলিম উম্মাহ্র নিকট একটি বিশেষ দিন হিসেবে ধরা হয়ে থাকে। যাকে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) বলেও আখ্যায়িত করা হয়।

এই জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মো. সায়েমুল হুদা, প্রধান শিক্ষক আবু মোছাসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এড. শাহ জিকরুল আহমেদ খোকন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, ওলামায়ে কেরামসহ নবী প্রেমিক বিভিন্ন পেশাজীবির ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন