বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে অতর্কিত হামলায় আহত ১

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে সন্ত্রাসী হামলায় দীপক নামে এক স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে।
জানা যায়, পঞ্চবটি লোকনাথ আশ্রম কমিটির সাধারণ সম্পাদক নবীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী দীপক কুমার দাস (৩৫) সোমবার সন্ধ্যায় সে তার পশ্চিম পাড়াস্থ বাসা থেকে হেঁটে বাজারে আসছিলো। সে সময়ে স্থানীয় ওয়ালি শাহ মাজারের কাছে উঁৎ পেতে থাকা একই এলাকার উৎপল সরকার নামে এক যুবক পেছন থেকে তার উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারী উৎপল এসময় দীপকের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।
পরে মারাত্মক রক্তাক্ত অবস্থায় দীপককে হাসপাতালে নিয়ে আসা হয়। নবীনগর উপজেলা সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসার পর গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়। উল্লেখ্য দীপকে মাথায় ও হাতে একাধিক সেলাই দেয়া হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গুরুতর আহত দীপক দাস নবীনগর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী তপন কুমার দাসের একমাত্র সন্তান ।
এ ঘটনার খবর পেয়ে দীপকের বিক্ষুব্ধ সমর্থকেরা হামলাকারী উৎপলের ভাড়া করা বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান,”এ বিষয়ে দীপকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।”

আর পড়তে পারেন