শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরের এমপি বাদল মনোনয়ন পত্র জমা না দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম হতাশা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রা‏হ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে এমপি হওয়ার দৌড়ে নৌকার মাঝি হতে আওয়ামীলীগ থেকে এ পযর্ন্ত ২৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কিন্তু মনোনয়ন পত্র নিয়েও জমা দেননি বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল।

জানা গেছে বর্তমান সাংসদ শারিরীক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। এই খবরে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। এমনকি সাধারণ জনগণও বলছে এমপি বাদল সাহেবের এমন সিদ্ধান্তে আমরাও মর্মাহত। এলাকায় গুঞ্জন উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন মহাজোট শরিক দল জাতীয় পার্টি অথবা জাসদের জন্য ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ।

এদিকে গত ২৮ অক্টোবর নবীনগরে অনুষ্ঠিত জাতীয় পার্টির জনসভায় দলের চেয়ারম্যান হুসাইন মো. এরশাদ ব্রা‏হ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে কাজী মামুনুর রশিদকে দলের প্রার্থী হিসেবে ঘোষনা করেন।

এছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (জাসদ) দল থেকে সাবেক এমপি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকনকে প্রার্থীতা ঘোষণা করেন।

শেষ পর্যন্ত যদি এই আসন থেকে আওয়ামী লীগের কোন প্রার্থী মনোনয়ন না পান, সেক্ষেত্রে জাতীয় পার্টি এরশাদের প্রার্থী কাজী মামুনুর রশিদকে এগিয়ে রাখছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

আর পড়তে পারেন