শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন ৩ টি খেলার মাঠ হবে কুমিল্লায়

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৯, ২০২০
news-image

 

অনলাইন ডেস্কঃ

জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেছেন, কুমিল্লায় নতুন ৩ টি খেলার মাঠ হবে। নগরীর টিক্কারচর এলাকায় পানি উন্নয়ণ বোর্ডের যেসব জায়গা আছে সেগুলো দখলদার মুক্ত করা হয়েছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ক্রিকেট, ফুটবল এবং বারোয়ারি গ্রামীণ ঐতিহ্যের খেলাধুলার জন্য এসব স্টেডিয়াম তৈরী করা হবে। সেখানে কুমিল্লার ছেলে মেয়েরা শুধু খেলতেই যাবে।

তিনি  শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মুজিববর্ষে জেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রম ও সাংস্কৃতিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবির সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান,  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম চৌধুরী ফটিক, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা বারের অতিরিক্ত পিপি এডভোকেট গোলাম ফারুক ও জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

জেলাপ্রশাসক আরো বলেন, মুজিববর্ষের প্রতিটি ক্ষণকে আমাদের হৃদয়ে লালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের মূল চেতনা। সংস্কৃতি কখনো ভাগ হতে পারে না, বাংলাদেশের সংস্কৃতি যে অসাম্প্রদায়িক সে চেতনাও তৈরী করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, মুজিববর্ষ সফল ভাবে পালনের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। মুজিববর্ষে “মুজিব জন্মশত বার্ষিকী সপ্তাহ” উদযাপন করা হবে। এছাড়া দীর্ঘ দিন ব্যবহারের অযোগ্য থাকার পর জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চ যে আবার আলোকিত হয়েছে সে জন্য আগামী অনুষ্ঠানগুলো এই মিলনায়নতে সফল ভাবে অনুষ্ঠিত করা যাবে।

আলোচনাসভা শেষে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবির হাতে  সম্মাননা ক্রেস্ট তুল দেন অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

আর পড়তে পারেন